in ,

শেকসপিয়ার: অ্যাভনের কবি

শেকসপিয়ার - কুইজার্ডস
Image Credit: Ben Sutherland/Flickr/CC BY 2.0

পৃথিবীর সবচেয়ে বিখ্যাত লেখকদের তালিকা করা হলে সবার আগে যে নামটি থাকার সম্ভাবনা বেশি, তা হলো উইলিয়াম শেকসপিয়ার। ইংরেজ এ নাট্যকার বিশ্ব সাহিত্যে যেভাবে প্রভাব বিস্তার করতে পেরেছেন, তা অন্য কারো পক্ষে সম্ভব হয় নি। উত্তেজনাপূর্ণ কাহিনী, চমৎকার সংলাপ আর শক্তিশালী চরিত্র সৃষ্টি করার মাধ্যমে তিনি পরিণত হয়েছেন কালজয়ী এক কিংবদন্তীতে।

উইলিয়াম শেকসপিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইংরেজ সাহিত্যিক কি না, তা নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসাবে তাঁকে অনেকেই নির্দ্বিধায় বেছে নেবেন। নাটকের সংখ্যা দিয়ে অবশ্য তাঁর প্রতিভাকে পুরোপুরি বোঝা যাবে না। বরং নাটকগুলোতে যে ভাষা তিনি ব্যবহার করেছেন, তা অন্য যেকোন নাট্যকারের চেয়ে তাঁর স্বাতন্ত্র্যকে তুলে ধরে।

Bedroom, lonely, excitement, addiction, eyeball – পরিচিত এ শব্দগুলো আমরা উইলিয়াম শেকসপিয়ারের মাধ্যমেই পেয়েছি। এগুলো তাঁর সৃষ্ট বিশাল শব্দভাণ্ডারের ছোট কয়েকটা উদাহরণ মাত্র। “All that glitters is not gold” কথাটা সবার জানা। এর লেখকও কিন্তু শেকসপিয়ার!

ইংরেজি সাহিত্যের প্রতীক হয়ে ওঠা উইলিয়াম শেকসপিয়ারকে নিয়ে আজকের এ ইনফোগ্রাফিক। সরাসরি এটি ডাউনলোড করতে পারেন এখানে

লক্ষ করুনঃ আপনি যদি মোবাইল ব্যবহারকারী হন, তাহলে ইনফোগ্রাফিকটি দেখতে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে ইনফোগ্রাফিকের তথ্যগুলো দেখতে পারেন নিচে

অ্যাভনের কবি উইলিয়াম শেকসপিয়ার -- কুইজার্ডস

শেকসপিয়ার ১০১

প্রথম অংশ: জন্ম থেকে জ্বলছি…

কখন ও কোথায়?
– ২৩ এপ্রিল ১৫৬৪
– স্ট্র্যাটফোর্ড-আপন-অ্যাভন

ইংরেজ এ সাহিত্যিকের সঠিক জন্মতারিখ জানা যায় না। ব্যাপ্টিজমের তারিখ ২৬ এপ্রিল ১৫৬৪ হবার কারণে ২৩ এপ্রিলকে তাঁর জন্মদিন ধরা হয়। খুব সম্ভবত কিং’স নিউ স্কুলে তিনি পড়াশোনা করেছিলেন।

দ্বিতীয় অংশ: সবাই উদ্যোক্তা নয়, কেউ কেউ উদ্যোক্তা…

দ্য লর্ড চেম্বারলিন’স মেন নামক ব্যবসা প্রতিষ্ঠানের অন্যতম অংশীদার ছিলেন শেকসপিয়ার। এ প্রতিষ্ঠানটির উদ্যোগেই ১৫৯৯ সালের মধ্যে টেমস নদীর তীরে গড়ে ওঠে গ্লোব থিয়েটার, যা বর্তমানে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত থিয়েটারগুলোর একটি।

বিশেষ তথ্য: বিয়ের জন্য উপযুক্ত পাত্র মনে হচ্ছে এ নাট্যকারকে? অফিশিয়াল রেকর্ড অনুযায়ী ১৫৮২ সালের ২৮ নভেম্বর অ্যান হ্যাথাওয়েকে বিয়ে করেছিলেন শেকসপিয়ার।

তৃতীয় অংশ: আজ সৃষ্টি-সুখের উল্লাসে…

– ৩০০০ শব্দ ও বাক্যরীতি
– ১৫৪ সনেট
– ৩৭ নাটক

শেকসপিয়ার রচিত নাটক ও কবিতার সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। উইলিয়াম জেমস ক্রেইগ সম্পাদিত “The Complete Works of William Shakespeare” বইয়ে ৩৭ টি নাটক ও ৫ টি দীর্ঘ কবিতা সংকলিত হয়। তবে ফোলজার শেকসপিয়ার লাইব্রেরির তথ্য অনুযায়ী নাটকের সংখ্যা ৩৮।

চতুর্থ অংশ: শেষ ভালো যার, সব ভালো তার…

“All’s Well That Ends Well” নাটকের রচয়িতা শেকসপিয়ার মৃত্যুবরণ করেন ১৬১৬ সালের ২৩ এপ্রিল, ৫২ বছর বয়সে। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করা সম্ভব হয় নি।

পঞ্চম অংশ: শেষ হইয়াও হইলো না শেষ…

শেকসপিয়ারের লেখাগুলো আসলেই তাঁর কি না, তা নিয়ে মতভেদ রয়েছে। অনেকে এডওয়ার্ড ডি ভিয়েরকে এ রচনাগুলোর মূল লেখক হিসাবে দাবী করেন। এ বিতর্কটি “Oxfordian Theory” নামে বহুল পরিচিত।

বিশেষ তথ্য: বিস্ময়কর ব্যাপার হলো, হোলি ট্রিনিটি চার্চ ও স্ট্র্যাটফোর্ড গভর্নমেন্টের নথিগুলোতে শেকসপিয়ারের পেশা হিসাবে অভিনেতা বা নাট্যকারের কোন উল্লেখ ছিলো না।

তথ্যসূত্র

1. Absolute Shakespeare.
2. The Complete Works of William Shakespeare.
3. Shakespeare Online.
4. Folger Shakespeare Library.
5. Encyclopedia Britannica.
6. BBC.

শেকসপিয়ার: ইনফোগ্রাফিক ডাউনলোড

[ddownload id=”7711″ class=”button” text=”ডাউনলোড”]

What do you think?

Written by D. Dewan

নতুন কিছু জানতে পছন্দ করি।

Cultivating Curiosity - কুইজার্ডস (Quizards)

মিউজিক্যাল ফিল্ম কুইজ: গানের ছবি, ছবির গান

ক্রিকেট বিশ্ব: অস্ট্রেলিয়ান ক্রিকেট দল ১৮৮২ - কুইজার্ডস

ক্রিকেট বিশ্ব কুইজ: প্রথম পর্ব