in ,

ক্রিকেট বিশ্ব কুইজ: প্রথম পর্ব

ক্রিকেট বিশ্ব: অস্ট্রেলিয়ান ক্রিকেট দল ১৮৮২ - কুইজার্ডস
Image Credit: State Library of New South Wales/Flickr/Public Domain

২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশের জন্য একটি বড় মাইলফলক। বিশ্ব চ্যালেঞ্জের ১১তম আসরে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ অর্জন করেছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন জাতীয় দল। অবশ্য আনন্দ-কষ্ট শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ ছিলো না। টুর্নামেন্ট চলার সময় পুরো ক্রিকেট বিশ্ব মাতিয়ে রেখেছিলো ভক্তরা। বরাবরের মতো রেকর্ড বই নিয়ে ঘাঁটাঘাঁটি হয়েছে ২০১৫ সালের বিশ্বকাপেও। যোগ হয়েছে নতুন কিছু অর্জন।

ক্রিকেট ইতিহাসে ঘটন-অঘটন থেকে যাবে সবসময়। এমন বিভিন্ন বিখ্যাত ঘটনা ও ব্যক্তিত্ব নিয়ে থাকছে এবারের কুইজ।

কুইজ - কুইজার্ডস

ক্রিকেট বিশ্ব: নির্বাচিত খেলোয়াড়

ওয়ানডেতে অভিষেক: ২০০০ সালে।
প্রথম প্রতিপক্ষ: পাকিস্তান।
টেস্টে অভিষেক: ২০০০ সালে।
প্রথম প্রতিপক্ষ: দক্ষিণ আফ্রিকা।

কুমার সাঙ্গাকারা শ্রীলংকার ক্রিকেটে উজ্জ্বল এক নাম। ২০১৫ সালের বিশ্বকাপের মাধ্যমে তিনি বিদায় জানিয়ে দিয়েছেন ওয়ানডে ক্রিকেটকে। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে তিনি হয়েছেন বিশ্বকাপ ইতিহাসে পরপর তিন ম্যাচে সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান। একই ম্যাচে এই বাঁহাতি ব্যাটসম্যান গড়েছেন আরেকটি স্মরণীয় রেকর্ড। শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে ওয়ানডে ক্রিকেটে ১৪,০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন সাঙ্গাকারা। অভিনন্দন তাঁকে! আরেকটা তথ্য আছে অবশ্য। পরবর্তী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১২৪ রানের ইনিংস খেলে কুমার সাঙ্গাকারা আগের রেকর্ডটাকে আরো শক্ত করেন।

ছবি পরিচিতি

উপরের ছবিতে দেখা যাচ্ছে ১৮৮২ সালের অস্ট্রেলিয়ান ক্রিকেট দলকে।

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

ক্রিকেট বিশ্ব কুইজ: প্রথম পর্ব I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Shafqat Amin Inan

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশলে পড়ছি। ভবিষ্যতে পরমাণু বিজ্ঞানী হতে চাই। ২০১৩ – ১৪ তে কুইজ করেছি নটরডেম গ্রীন এবং নটরডেম গোল্ডের হয়ে। স্কুল পর্যায়ে কুইজ করেছি সেন্ট জোসেফ ওমেগা টিমের হয়ে।

One Comment

শেকসপিয়ার - কুইজার্ডস

শেকসপিয়ার: অ্যাভনের কবি

ইউরোপীয় রাজবংশ কুইজ - কুইজার্ডস

ইউরোপীয় রাজবংশ কুইজ: রুশ থেকে ব্রিটিশ