in ,

মধু পূর্ণিমা কুইজ

মধু পূর্ণিমা বৌদ্ধদের অন্যতম একটি ধর্মীয় উৎসব। এ দিনটি বৌদ্ধ ইতিহাসে একটি ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। দিনটির ইতিহাস ও শিক্ষা নিয়ে এই কুইজ।

কুইজটিতে তথ্যের উৎস হিসেবে সিঙ্গাপুর থেকে প্রকাশিত The Great Chronicle of Buddhas এবং Gautama Buddha: In life and legend বই ব্যবহার করা হয়েছে। তথ্যে কোন অসংগতি থাকলে কুইজার্ডসকে জানানোর জন্য অনুরোধ করা হলো।

  • Question of

    মধু পূর্ণিমা অন্য কী নামে পরিচিত?

    • ভাদ্র পূর্ণিমা
    • আষাঢ়ী পূর্ণিমা
    • মাঘী পূর্ণিমা
  • Question of

    মধু পূর্ণিমা কখন উদযাপিত হয়?

    • ভাদ্রের দ্বিতীয় পূর্ণিমা তিথি
    • আষাঢ়ের প্রথম পূর্ণিমা তিথি
    • মাঘের দ্বিতীয় পূর্ণিমা তিথি
  • Question of

    কোন প্রাণীর মধু দানের ঘটনা জড়িয়ে আছে মধু পূর্ণিমার সাথে?

    • বানর
    • হাতি
    • ঘোড়া
  • Question of

    কোন ঘটনার প্রেক্ষিতে গৌতম বুদ্ধ মধু দানের ঘটনার সময় পালিলেক্য বনে যান?

    • ভিক্ষুসংঘের মধ্যে দ্বিধা-বিভক্তি
    • প্রচুর বৃষ্টিপাত
    • বন্য হাতির আক্রমণ
  • Question of

    কোন প্রাণি গৌতম বুদ্ধকে বনের একটু শান্ত অংশে যেতে ও পানি পানে সহায়তা করে?

    • হাতি
    • বানর
    • ঘোড়া
  • Question of

    পালিলেক্য কোশাম্বী নামে যেখানে অবস্থিত ছিল, সেটি কী জন্য বিখ্যাত ছিল?

    • বাণিজ্য পথ
    • নগর সভ্যতা
    • বন
  • Question of

    কোনটি মধু পূর্ণিমার অন্যতম শিক্ষা?

    • সেবা ও ত্যাগ
    • ঐক্য
    • হিংসাত্মক কার্যকলাপ বর্জন
  • Question of

    কোশাম্বীর স্থানীয় গ্রামবাসীরা কেন বৌদ্ধ ভিক্ষুদের সম্মান করতে অস্বীকৃতি জানায়?

    • গৌতম বুদ্ধকে ফিরিয়ে না আনায়
    • স্থানীয় রাজার ভয়ে
    • খাদ্য ফুরিয়ে যাওয়ায়
  • Question of

    বৌদ্ধকে সেবা করা যে বানরটি মারা গিয়েছিল তার পুনর্জন্ম হয়েছিল কোথায়?

    • তাবতিংস
    • ত্রৈলোক্য
    • আসুরা
  • Question of

    গৌতম বুদ্ধ কত মাস পালিলেক্য বনে ছিলেন সেই সময়?

    • তিন মাস
    • দুই মাস
    • চার মাস

সাদ্দাম হোসেন, ইরাক ও মধ্যপ্রাচ্যের রাজনীতি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কুইজ