সৌরজগৎ
সূর্য ও এর সাথে মহাকর্ষীয়ভাবে আবদ্ধ সব উপাদানকে একসাথে সৌরজগৎ (Solar System) বলা হয়। আমাদের সৌরজগতের বয়স প্রায় সাড়ে চার বিলিয়ন বছর। আটটি গ্রহ রয়েছে এখানে – বৃহস্পতি, মঙ্গল, বুধ, শুক্র, শনি, পৃথিবী, নেপচুন ও ইউরেনাস। বামন গ্রহ প্লুটোও ছিলো এ তালিকায়। কিন্তু ২০০৬ সালে একে বাদ দেয় ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন (IAU)।
প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে সৌরজগতের সৃষ্টি। এর কেন্দ্র সূর্য অত্যন্ত উত্তপ্ত একটি নক্ষত্র। পুরো সৌরজগতের প্রায় ৯৯.৮% ভর হলো সূর্যের।
সৌরজগতের গ্রহগুলোর মধ্যে বৃহস্পতি সবচেয়ে বড়। এর নাম নেয়া হয়েছে রোমান দেবতা জুপিটারের কাছ থেকে। মিথলজি অনুযায়ী তিনি আকাশের দেবতা। পৃথিবী ছাড়া বাকি গ্রহগুলোর নামও গ্রিক ও রোমান মিথলজি থেকে এসেছে।