
বাংলাদেশের সাহিত্যের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় লেখক হিসাবে হুমায়ূন আহমেদের নাম বলা হয়তো অত্যুক্তি হবে না। তাঁর লেখার মান ও নান্দনিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন অনেকে। কিন্তু তাঁর মতো একের পর এক গল্প-উপন্যাসের মাধ্যমে পাঠকপ্রিয়তা ধরে রাখতে পারেননি অন্য কেউ। বইয়ের প্রতি আমাদের দেশের বহু মানুষের আকর্ষণ তৈরি করার কৃতিত্ব তাই তাঁকে দেয়া যায়। বহুমুখী প্রতিভার হুমায়ূন আহমেদ অবশ্য শুধু সাহিত্য রচনাতেই সীমাবদ্ধ রাখেননি নিজেকে। নাটক-চলচ্চিত্রেও তাঁর কাজ উল্লেখযোগ্য।
১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আজকের এ বিশেষ ইনফোগ্রাফিক। খুব সংক্ষেপে এখানে তাঁর জীবনের কিছু অংশ তুলে ধরা হয়েছে।
শুভ জন্মদিন, হুমায়ূন আহমেদ!
- ছবিটি সরাসরি ডাউনলোড করুন নিচ থেকে।
- মোবাইল ডিভাইস থেকে ছবিতে দেয়া তথ্যগুলো পড়তে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এখানে যান।

একজন হুমায়ূন আহমেদ
১৯৪৮ সালের ১৩ নভেম্বর
নেত্রকোণা জেলার কুতুবপুর গ্রামে ফয়জুর রহমান ও আয়েশা ফয়েজের ঘরে জন্মগ্রহণ করেন।১৯৬৭ সাল
– ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে। – পড়াশোনার পাশাপাশি লেখা শুরু করেন ‘শঙ্খনীল কারাগার’ উপন্যাস।১৯৭২ সাল
আহমদ ছফার উদ্যোগে ‘নন্দিত নরকে’ খান ব্রাদার্স থেকে গ্রন্থাকারে প্রকাশ।১৯৭৪ সাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে শিক্ষক হিসাবে যোগদান করেন।১৯৮১ সাল
কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডমি পুরস্কার লাভ করেন।১৯৯২ সাল
‘শঙ্খনীল কারাগার’ চলচ্চিত্রের জন্যে শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন।১৯৯৪ সাল
রাষ্ট্রীয় সম্মান একুশে পদক লাভ করেন।১৯৯৫ সাল
– মুক্তি পায় হুমায়ূন আহমেদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’। – মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি চলচ্চিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়।জনপ্রিয় চরিত্রসমূহ
- মিসির আলি: প্রথম উপন্যাস – দেবী (১৯৮৫)
- হিমু: প্রথম উপন্যাস – ময়ূরাক্ষী (১৯৯০)
- শুভ্র: প্রথম উপন্যাস – দারুচিনি দ্বীপ (১৯৯০)
২০১১ সাল
সিঙ্গাপুরে ডাক্তারি পরীক্ষার সময় তাঁর কোলন ক্যান্সার ধরা পড়ে।২০১২ সাল
দীর্ঘ নয় মাস ক্যান্সারের চিকিৎসা চলাকালে ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।একজন হুমায়ূন আহমেদ: ইনফোগ্রাফিক
ডাউনলোডআমরা চেষ্টা করেছি ইনফোগ্রাফিকের তথ্যে কোন ভুল না রাখতে। এরপরও কোন ভুল ধরা পড়লে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। চাইলে ফেসবুকেও মেসেজ দিতে পারেন।
ডাউনলোডের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা একই ধরনের আরো কন্টেন্ট প্রকাশ করবো।