ভূমির পরিমাণের হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষ পাঁচ দেশের একটি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু শুরু থেকেই এত বড় একটি দেশ ছিল না। আটানব্বই লক্ষ বর্গ কিলোমিটার ও পঞ্চাশটি রাজ্য নিয়ে গঠিত দেশটির যাত্রা শুরু হয়েছিল তেরটি রাজ্য নিয়ে, ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে। এরপর চুক্তি, জমি ক্রয় কিংবা যুদ্ধের মধ্য দিয়ে দেশটি পরিণত হয় বিশ্বের তৃতীয়, কোন কোন হিসাবে চতুর্থ বৃহত্তম দেশে।
ইএমকে সেন্টারের সহায়তায়, কুইজার্ডসের এই ইনফোগ্রাফিকে তুলে ধরা হল কালের পরিক্রমায় যুক্তরাষ্ট্রের আয়তন।

GIPHY App Key not set. Please check settings