পাঁচশো বছর আগেও যুক্তরাষ্ট্রসহ আজকের উত্তর ও দক্ষিণ আমেরিকা ভূখণ্ডের উপস্থিতি সম্পর্কে কিছুই জানা ছিল না ইউরোপ, এশিয়া কিংবা আফ্রিকার বাসিন্দাদের। কলম্বাস ও বেশ কয়েকজন ইউরোপীয় যখন এই ভূখণ্ডের খোঁজ পায়, তখন এই ভূখণ্ডকে বলা হত নিউ ওয়ার্ল্ড তথা নতুন বিশ্ব। এই নতুন বিশ্বের পূর্ব উপকূলের তেরটি ব্রিটিশ কলোনির বাসিন্দারা ১৭৭০’র দশকে শতকে স্বাধীনতা ঘোষণা করলে জন্ম নেয় নতুন একটি রাষ্ট্রের- ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, বা মার্কিন যুক্তরাষ্ট্র। ইএমকে সেন্টারের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র নিয়ে কুইজার্ডসের এই ইনফোগ্রাফিক।

GIPHY App Key not set. Please check settings