in ,

পরিবেশ রক্ষায় গ্রেটার সঙ্গী যারা

গ্রেটার-পাঁচ-সঙ্গী (Quizards)

পরিবেশ রক্ষায় আন্দোলন করে সাড়া জাগিয়েছেন গ্রেটা থানবার্গ। তবে এই লড়াইয়ে তিনি একা নন, আরো বেশ কয়েকজন তরুণ-তরুণীও লড়ে যাচ্ছেন গত কয়েক বছর ধরেই। তাদের নিয়েই এই আয়োজন।

হেলেনা গুয়েলিঙ্গা 

তেলসমৃদ্ধ সারাইয়াকুর অবস্থান অ্যামাজান বনের ইকুয়েডর অংশে। সেখানে বহু বছর ধরে তেল উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলো ঘাঁটি গাড়ার চেষ্টা চালিয়ে আসছে। অপরদিকে তেল ব্যবসায়ীদের হাত থেকে বন ও পরিবেশকে বাঁচাতে লড়ে যাচ্ছে সেখানকার বাসিন্দারা।

এমনই এক লড়াকু পরিবারে জন্ম হেলেনার। ছোটবেলা থেকেই দেখেছেন পরিবেশ বাঁচাতে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সাথে চাচা-ফুপুদের অসম যুদ্ধ। তাই পরিবেশ রক্ষার লড়াইটা হেলেনা পেয়েছে বংশ পরম্পরায়। 

যদিও নিজের জীবনের একটা অংশ কাটিয়েছেন ইউরোপে, নিজের শেকড় ভোলেননি সতের বছরের মেয়ে হেলেনা। কাজ করে যাচ্ছেন, অ্যামাজানের আদিবাসী সম্প্রদায়ের অধিকার রক্ষায়। অ্যামাজানের কোথায় কী হচ্ছে, সেসব খবরাখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছেন তিনি।

টেকানাঙ

প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র টুভালুতে জন্ম একুশ বছর বয়সী পরিবেশ আন্দোলন কর্মী টেকানাঙের। গবেষকদের ধারণা, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ৬ ফিট বাড়লেই সমুদ্রে বিলীন হয়ে যাবে টুভালু। 

শুধু তাই নয়। জলবায়ু পরিবর্তনের কারণে শক্তিশালী ঝড়সহ প্রাকৃতিক দুর্যোগও বেড়ে গেছে টুভালুতে। তাই নিজ দেশ ও জাতির পক্ষে জলবায়ু পরিবর্তনের ব্যাপারে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে কাজ করছে টেকানাঙ। 

তাঁর আশা একদিন জলবায়ু পরিবর্তনের ব্যাপারে উন্নত দেশগুলোর দৃষ্টিভঙ্গি বদলাবে এবং নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়বে। কমে আসবে পৃথিবী জুড়ে কার্বন নিঃসরণও।

বার্টাইন লাকজন

মার্শাল দ্বীপপুঞ্জের আঠারো বছর বয়সী মেয়ে বার্টাইনের লড়াইটা কিছুটা ভিন্ন। ইয়ুথ লিডারশিপ ক্যাম্পের সাহায্যে জলবায়ু পরিবর্তনের লড়াইয়ের নেতৃত্ব তৈরির কাজ করছেন তিনি। ক্যাম্পটিতে প্রথমেই নেতৃত্বের মৌলিক দিকগুলো শেখানো হয়। এরপর শেখানো হয় জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে। 

তারপর জলবায়ু পরিবর্তনের উপর একটি সংলাপ আয়োজন করা হয় যেখানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে তরুণ পরিবেশ যোদ্ধারা জলবায়ু পরিবর্তন ঠেকাতে তাদের উদ্ভাবিত ধারণাগুলো সম্পর্কে খোলামেলা আলোচনা করে।

জলবায়ু পরিবর্তন রোধের এই লড়াইয়ে বার্টাইনের হাতেখড়ি স্কুলে পড়ার সময় থেকেই। স্কুলের জন্য জলবায়ু নিয়ে একটি কবিতা লেখার সময় বার্টাইন পরিবেশের ব্যাপারে নতুন করে ভাবতে শুরু করেন। এই চিন্তা-ভাবনাগুলোই পরে তাঁকে পরিবেশ রক্ষার লড়াইয়ে নামতে অনুপ্রাণিত করে।

বীর কুমার মাত্তাবাদুল

ভারতীয় মহাসাগরের মরিশাস দ্বীপের বাসিন্দা বীর কুমার গত চার বছর ধরে সমুদ্র, সমুদ্রের তীর এবং নদী পরিষ্কারে কাজ করছেন। 

বীর কুমারের মতে সচেতনতার অভাবই পরিবেশ দূষণের প্রধান কারণ। তাই তাঁর বিশ্বাস সঠিক শিক্ষা এবং মানসিকতার পরিবর্তনই পারে জলবায়ু পরিবর্তন থেকে পৃথিবীকে রক্ষা করতে।

একুশ বছর বয়সী এই তরুণ চান পরিবেশ রক্ষায় কাজ করার মাধ্যমে তরুণদের সামনে নিজের কাজ তুলে ধরে তাদের অনুপ্রাণিত করতে। এই ব্যাপারে তাঁর আদর্শ সাবেক মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল ওবামা, কারণ তারা দুজনই তারুণ্যের শক্তিতে বিশ্বাস করেন।

লিসা ঝিৎকোভা

বেলারুশের মেয়ে লিসা ঝিৎকোভা এখন আগের মত কেনাকাটা করেন না। প্রয়োজন ছাড়া কোন ধরণের কেনাকাটা না করতে বন্ধুদেরও উৎসাহিত করেন। কারণ অহেতুক কেনাকাটার মানেই হচ্ছে কারখানাগুলোর জ্বালানীর চাহিদা বাড়া, এবং জ্বালানীর চাহিদা বাড়লেই বাড়বে পরিবেশ দূষণের মাত্রাও।  

লিসার চেষ্টায় তাঁর পরিচিতদের একটা বড় অংশ এখন ইউরোপের ফ্যাশন ব্র্যান্ডগুলোর নিত্য-নতুন কাপড়ের পেছনে ছোটা বন্ধ করেছেন। পাশাপাশি লিসা নিজেকে পরিণত করেছেন নিরামিষভোজী হিসেবে। 

বেলারুশের এই একুশ বছরের তরুণী বিশ্বাস করেন সবাই যদি নিজের চাহিদাগুলো নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে পরিবেশ দূষণ অনেকাংশে কমানো সম্ভব।

What do you think?

Written by Aaqib Md Shatil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

জো-বাইডেনের-পররাষ্ট্রনীতি (Quizards)

জো বাইডেনের পররাষ্ট্রনীতি

হোয়াইট হাউজের ইতিহাস: ইনফোগ্রাফিক