in ,

বিতর্কিত যত গোল কুইজ

ডিয়েগো ম্যারাডোনার হ্যান্ড অফ গড বা ঈশ্বরের হাত গোলের আগে ও পরে ফুটবলের আন্তর্জাতিক মঞ্চে রেফারির চোখকে ফাঁকি দিয়ে হয়েছে বেশ কিছু বিতর্কিত গোল। আবার বিতর্কিত সিদ্ধান্তে অনেক বৈধ গোলও বাতিল হয়েছে। এই বিতর্কিত গোলগুলো নিয়েই এই কুইজ।

  • Question of

    আয়ারল্যান্ডের বিপক্ষে ফরাসি এই স্ট্রাইকার সতীর্থ গ্যালাসের জয়সূচক গোলে অ্যাসিস্ট করতে হাত দিয়ে বল নিয়ন্ত্রণ করেছিলেন। তার নাম কী?

    • থিয়েরি অঁরি
    • নিকোলাস আনেলকা
    • প্যাট্রিস এভরা
  • Question of

    আর্জেন্টিনার বিপক্ষে ১৯৯৫ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে হাত দিয়ে বল নিয়ন্ত্রণ করে গোল দেয়া তুলিও কস্তা কোন দেশের খেলোয়াড় ছিলেন?

    • ব্রাজিল
    • উরুগুয়ে
    • পেরু
  • Question of

    ২০১০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে আইভরি কোস্টকে বিদায় করতে সহায়ক হয়েছিল ব্রাজিলের এই খেলোয়াড়ের হাত নিয়ে নিয়ন্ত্রণ করে দেয়া গোলটি। কার কথা বলা হচ্ছে?

    • লুইস ফ্যাবিয়ানো
    • রবিনহো
    • ফিলিপ মেলো
  • Question of

    ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার বিতর্কিত গোলে ইংল্যান্ডের যে ক্ষতি হয়েছিল, ঠিক তেমন ক্ষতির শিকার হয়েছিল সোভিয়েত ইউনিয়নও। কী হয়েছিল তাদের সাথে?

    • অফসাইড গোল
    • হাত দিয়ে গোল
    • ডাইভ থেকে পেনাল্টি
  • Question of

    ১৯৯০ বিশ্বকাপে জার্মান রুডি ভোলার ডি-বক্সে ডাইভ করে আদায় করেছিলেন পেনাল্টি যা থেকে গোল করে চ্যাম্পিয়ন হয় জার্মানি। ফাউলটি কে করেছিলেন?

    • রবার্তো সেনসিনি
    • পেদ্রো মনজেন
    • জুয়ান সাইমন
  • Question of

    ১৯৮২ বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলায় যুগোস্লভিয়ার বিপক্ষে স্পেন যে পেনাল্টি পায় সেটি ছিল বিতর্কিত। কিন্তু কেন?

    • ফাউল ডি-বক্সের বাইরে হয়েছিল
    • ফাউল হওয়া খেলোয়াড় অফসাইড ছিলেন
    • স্ট্রাইকার ডাইভ দিয়ে পেনাল্টি আদায় করেন
  • Question of

    ১৯৬৬ বিশ্বকাপে জিওফ হার্স্টের হ্যাট্রিকের একটি গোল নিয়ে বিতর্ক আছে। কেন?

    • বল গোল লাইন অতিক্রম করেনি
    • বল দখলের সময় অফসাইড ছিলেন
    • গোলকিপারকে ফাউল করেছিলেন
  • Question of

    ২০১০ বিশ্বকাপের সবচেয়ে বিতর্কিত ঘটনার একটি ছিল গোল লাইন অতিক্রম করার পরেও ল্যাম্পার্ডের গোল বাতিল হওয়া। কোন দলের বিপক্ষে ছিল খেলাটি?

    • জার্মানি
    • ব্রাজিল
    • পর্তুগাল
  • Question of

    ম্যারাডোনার বিতর্কিত ঈশ্বরের হাত গোলের সময় ইংল্যান্ডের গোল কিপার কে ছিলেন?

    • পিটার শিলটন
    • রে ক্লিমেন্স
    • জেমি রিমার
  • Question of

    ২০০৮ সালে লিওনেল মেসি হাত দিয়ে যে গোল করেছিলেন, সেই ম্যাচে বার্সালোনার প্রতিপক্ষ ছিল কোন দল?

    • এসপানিয়োল
    • সেভিয়া
    • রিয়াল মাদ্রিদ

Written by Aaqib Md Shatil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

প্রাচীন সভ্যতার নিদর্শন কুইজ

কোন ফুটবল তারকার সাথে মিল আছে আপনার?