in , ,

ক্রিশ্চিয়ান বার্নার্ড: হৃদয়ের কারিগর

ক্রিশ্চিয়ান বার্নার্ড - কুইজার্ডস
Image Credit: franceinter.fr

১৯৬৭ সালের ৩ ডিসেম্বর চিকিৎসা বিজ্ঞানের একটি বিস্ময়কর ও চমৎকার ঘটনা ঘটেছিলো। দক্ষিণ আফ্রিকার সার্জন ক্রিশ্চিয়ান বার্নার্ড এ ঘটনার মূল নায়ক। ইউনিভার্সিটি অব কেপ টাউনের সার্জারি বিভাগের একজন শিক্ষক ছিলেন তিনি। ইতিহাসে প্রথমবারের মতো মানবদেহে হৃদপিণ্ড প্রতিস্থাপন করার ঘটনা তাঁকে এনে দেয় তারকাখ্যাতি।

On Saturday, I was a surgeon in South Africa, very little known. On Monday, I was world renowned.

ক্রিশ্চিয়ান বার্নার্ড তাঁর ক্যারিয়ারের অধিকাংশ সময় কাটিয়েছেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়। উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য ১৯৫৬ সাল থেকে ১৯৫৮ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন। দেশে ফেরার পর দক্ষ ও সফল একজন সার্জন হিসাবে পরিচিত হন তিনি। ১৯৮৩ সালে প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকে অবসর গ্রহণের পরও ক্রিশ্চিয়ান বার্নার্ড গবেষণার কাজে যুক্ত থাকেন। তবে আজকের ইনফোগ্রাফিকে আমরা খুব সংক্ষেপে তাঁর পরিচিতি তুলে ধরবো।

লিংকঃ সরাসরি ডাউনলোড

লক্ষ করুনঃ মোবাইল ডিভাইস ব্যবহারকারীদের ক্ষেত্রে ইনফোগ্রাফিকের লেখা পড়তে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন।

বিশেষ কৃতজ্ঞতাঃ ড. রজত দাশ গুপ্ত।

ক্রিশ্চিয়ান বার্নার্ড: ইনফোগ্রাফিক - কুইজার্ডস

ক্রিশ্চিয়ান বার্নার্ড: ইনফোগ্রাফিক ডাউনলোড

আমরা চেষ্টা করেছি ইনফোগ্রাফিকের তথ্যে কোন ভুল না রাখতে। এরপরও কোন ভুল ধরা পড়লে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। চাইলে ফেসবুকেও মেসেজ দিতে পারেন।

ডাউনলোডের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা একই ধরনের আরো কন্টেন্ট প্রকাশ করবো।

[ddownload id=”12836″]

What do you think?

Written by D. Dewan

নতুন কিছু জানতে পছন্দ করি।

বিপন্ন প্রাণী কুইজ - কুইজার্ডস

বিপন্ন প্রাণী কুইজ

ক্রিস্টিয়ানো রোনালদো - কুইজার্ডস (Quizards)

ক্রিস্টিয়ানো রোনালদো: ফুটবলের মহাতারকা কুইজ