in ,

কীর্তিমান বাংলাদেশি: ফজলে হাসান আবেদ

বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণ, ক্ষুধা মুক্তি কিংবা স্বাস্থ্য সেবার উন্নয়ন- প্রায় সকল ক্ষেত্রে বিচরণ ছিল স্যার ফজলে হাসান আবেদের। কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন একাধিক পুরস্কার, মিলেছে নাইটহুডের স্বীকৃতিও। এখনো বিশ্বের বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে তাঁর কর্মদক্ষতা এবং তাঁর প্রতিষ্ঠিত ব্র্যাকের প্রকল্প নিয়ে পড়ানো হয়। এই কীর্তিমান বাংলাদেশিকে নিয়ে কুইজার্ডসের এই কুইজটি।

  • Question of

    কোন ঘটনার পর ফজলে হাসান আবেদ বাংলাদেশ অঞ্চলে সহযোগিতামূলক কাজ শুরু করেন?

    • ১৯৭০ ঘূর্ণিঝড়
    • ১৯৭১ মুক্তিযুদ্ধ
    • ১৯৭৪ দুর্ভিক্ষ
  • Question of

    বাংলাদেশ অঞ্চলে কাজ করার জন্য তিনি প্রথম যেই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কী?

    • হেল্প (HELP)
    • ব্র্যাক (BRAC)
    • হোপ (HOPE)
  • Question of

    ফজলে হাসান আবেদের প্রতিষ্ঠিত সংস্থা ব্র্যাক বাংলাদেশের কোন অঞ্চল থেকে যাত্রা শুরু করে?

    • শাল্লা, সুনামগঞ্জ
    • সিঙ্গাইর, মানিকগঞ্জ
    • রৌমারি, কুড়িগ্রাম
  • Question of

    ১৯৭৪ সালে স্থানীয় নেতাদের দুর্ভিক্ষের ত্রাণ নিয়ে দুর্নীতির কারণে তিনি দেশে কোন অঞ্চলে ত্রাণ কার্যক্রম থেকে সরে আসে?

    • কুড়িগ্রাম
    • রংপুর
    • বগুড়া
  • Question of

    ১৯৭৯ সালে তাঁর নেতৃত্বে ব্র্যাক একটি প্রকল্প হাতে নেয় যা বাংলাদেশে ডায়রিয়ার কারণে মৃত্যু কমিয়ে আনে উল্লেখযোগ্য হারে। প্রকল্পটির উদ্দেশ্য কী ছিল?

    • বাড়িতে স্যালাইন তৈরি শেখানো
    • সাবান দিয়ে হাত ধোয়া শেখানো
    • পানি বিশুদ্ধ করা শেখানো
  • Question of

    মুক্তিযুদ্ধের সময় অর্থ সংগ্রহ করেছিলেন দেশের জন্য। পরে সেই অর্থে একটি ব্রিগেডের জন্য ভালো বায়নোকুলার কিনে পাঠিয়েছিলেন। কোন ব্রিগেডের জন্য?

    • জেড ফোর্স
    • কে ফোর্স
    • এস ফোর্স
  • Question of

    কোন নোবেল বিজয়ী তাঁর প্রতিষ্ঠিত ব্র্যাকের দারিদ্র্য দূরীকরণ বিষয়ক উদ্যোগ নিয়ে গবেষণা করেছেন?

    • অভিজিৎ ব্যানার্জি
    • জোসেফ স্টিগলিৎজ
    • মুহম্মদ ইউনুস
  • Question of

    যুক্তরাজ্যের কোন বিশ্ববিদ্যালয়ের একটি ইন্সটিটিউটের বোর্ড অফ গভর্নর্সের সদস্য ছিলেন তিনি?

    • সাসেক্স বিশ্ববিদ্যালয়
    • এসেক্স বিশ্ববিদ্যালয়
    • অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
  • Question of

    ফজলে হাসান আবেদ সর্বপ্রথম নীচের কোন আন্তর্জাতিক পুরস্কারটি লাভ করেন?

    • র‍্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড
    • ওয়ার্ল্ড হাঙ্গার অ্যাওয়ার্ড
    • ক্লিন্টন গ্লোবাল সিটিজেন অ্যাওয়ার্ড
  • Question of

    ফজলে হাসান আবেদ ও ব্র্যাকের ওপর লেখা Hope over fate বইটি কার লেখা?

    • স্কট ম্যাকমিলান
    • স্টেফান ডারকন
    • অভিজিৎ ব্যানার্জি

Written by Aaqib Md Shatil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কীর্তিমান বাংলাদেশি: জাফরুল্লাহ চৌধুরী

এল ক্লাসিকো কুইজ