
সিএনএনের জরিপ অনুসারে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খাদ্যের তালিকায় বার্গারের স্থান ষষ্ঠ। শুধু মার্কিনিদের পেটেই নাকি প্রতিবছর গড়ে প্রায় দেড়শো কোটি বার্গার যায়! আর বিশ্বের অন্যতম সবচেয়ে বড় চেইন ম্যাকডোনাল্ড’স প্রতি বছর শুধু বিফ বার্গার তৈরির জন্যে প্রায় শতকোটি পাউন্ড ওজনের গরুর মাংস কিনে থাকে। দেশ-বিদেশের বার্গার নিয়ে এবারের স্পন্সরড কুইজ।
আজকের কুইজে আমাদের সাথে আছে ঢাকার ঐতিহ্যবাহী লালবাগের জনপ্রিয় রেস্টুরেন্ট বার্গার-এ-কেল্লা ফতে।
দেশ-বিদেশের বার্গার কুইজ
I got %%score%% out of %%total%% right. Beat me if you can.
স্কোরের স্ক্রিনশট নিয়ে বার্গার-এ-কেল্লা ফতে রেস্টুরেন্টে দেখালেই পাচ্ছেন ১০% ডিসকাউন্ট। কোল্ড কফি আর ছোট নবাবের জন্য অবশ্য এ অফার প্রযোজ্য নয়।

এ কুইজটি একটি স্পন্সরড কন্টেন্ট। এ সম্পর্কে বিস্তারিত জানতে ঘুরে আসুন আমাদের সার্ভিস পাতায়।