in ,

বিজ্ঞানের ‘রবিনহুড’ ইনফোগ্রাফিক

আলেকজান্দ্রা এলবাকিয়ান: বিজ্ঞানের 'রবিনহুড' ইনফোগ্রাফিক - কুইজার্ডস (Quizards)

পৃথিবীর অসংখ্য মানসম্মত গবেষণাপত্র জমে আছে ‘JSTOR’, ‘Elsevier’-এর মতো বিভিন্ন জার্নাল ও আর্টিকেলের ওয়েবসাইটে। কিন্তু এগুলো পড়তে হলে ভালো পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, যা সাধারণ শিক্ষার্থীদের জন্য রীতিমতো বামন হয়ে চাঁদ ধরার ব্যাপার।

আর দশজন শিক্ষার্থীর মতো কাজাখস্তানের মেয়ে আলেকজান্দ্রা এলবাকিয়েনকেও ২০০৫ সালে তাঁর বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই পড়াশোনার সময় গবেষণাবিষয়ক জার্নাল ও আর্টিকেল পড়া নিয়ে পে-ওয়ালের ঝক্কি সামলাতে হতো। ২০০৯ সালে স্নাতক পড়াশোনা শেষে তাই তিনি শুরু করেন এমন একটি ওয়েবসাইট তৈরির কাজ যেখানে সহজেই বিভিন্ন মূল্যবান গবেষণাপত্র বিনামূল্যে ডাউনলোড করতে পারবে সাধারণ শিক্ষার্থী ও গবেষকেরা।

সে ধারণা থেকেই তিনি ২০১১ সাল নাগাদ তৈরি করেন সাই-হাব (Sci-Hub)।

তাঁর এ কীর্তির জন্য তাঁকে যেমন দেশে দেশে পড়তে হয়েছে বহু সমস্যায়, আবার স্বীকৃতিই পেয়েছেন অনেক। অনেকে তাঁর নাম দিয়েছেন রবিনহুড অফ সাইন্স, বা বিজ্ঞানের রবিনহুড। তাঁকে নিয়েই আমাদের এই ইনফোগ্রাফিক।

আলেকজান্দ্রা এলবাকিয়ান: বিজ্ঞানের 'রবিনহুড' ইনফোগ্রাফিক - কুইজার্ডস (Quizards)

What do you think?

Written by Aaqib Md Shatil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিভিন্ন সংস্থার সদর দপ্তর কোথায়? - কুইজার্ডস (Quizards)

কোন সংস্থার সদর দপ্তর কোথায়?

টিকা তৈরির ধাপ ইনফোগ্রাফিক - কুইজার্ডস (Quizards)

টিকা তৈরির ধাপ ইনফোগ্রাফিক