সেই ১৮০০ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বাসভবন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে হোয়াইট হাউজ। দুইশ বছরেরও বেশি সময় ধরে এই ভবন দেখেছে প্রায় অর্ধশত রাষ্ট্রপতির আগমন ও প্রস্থান। হামলার শিকার হতে হয়েছে, সংস্কার করতে হয়েছে একাধিকবার। সময়ে সময়ে বেড়েছে কলেবর, মজবুত হয়েছে ভিত্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে রেখে ইএমকে সেন্টারের সহায়তায় কুইজার্ডসের ইনফোগ্রাফিকটি হোয়াইট হাউজের ইতিহাস নিয়ে।

GIPHY App Key not set. Please check settings