in ,

মারি ক্যুরি কুইজ

বিজ্ঞানের জগতে নারীদের জন্য অনুপ্রেরণার অপর নাম মারি ক্যুরি। প্রথম এবং একমাত্র নারী হিসেবে দুইবার নোবেল পুরস্কার জয়ের কৃতিত্ব আছে তাঁর। এই অনুপ্রেরণাদায়ী নারী বিজ্ঞানীকে নিয়েই আমাদের এই কুইজ।

  • Question of

    মারি ক্যুরির আসল নাম কি ছিল?

    • মারিয়া সালোমেয়া স্কলোডোস্কা
    • মেরি সালোমেয়া ক্যুরি
    • আইরিন জোলিয়ট-ক্যুরি
  • Question of

    মারি ক্যুরি প্রথম নোবেল পুরস্কার লাভ করেন কোন বিভাগে?

    • ফিজিক্স
    • কেমিস্ট্রি
    • মেডিসিন
  • Question of

    বিসমাথ এর মতো যৌগটিতে আগে যে অনাবিষ্কৃত তেজস্ক্রিয় উপাদান ছিল, সেটিকে তিনি কী নাম দিয়েছিলেন?

    • পোলোনিয়াম
    • রেডিয়াম
    • কোপার্নিসিয়াম
  • Question of

    রেডিয়াম শব্দটি কীভাবে এসেছে?

    • ল্যাটিন ভাষায় ‘ব্যাসার্ধ’ থেকে
    • প্রোটো-ইন্দো-ইউরোপীয় শব্দ
    • গ্রীক ভাষায় সূর্য থেকে
  • Question of

    মারি ক্যুরি তাঁর আবিষ্কৃত একটি মৌলের নাম রেখেছিলেন নিজের দেশের নাম অনুসারে। তাঁর দেশের নাম কী?

    • পোল্যান্ড
    • অস্ট্রিয়া
    • রাশিয়া
  • Question of

    মারি ক্যুরির সম্মানে কোন মৌলটির নামকরণ করা হয়েছিল?

    • কুরিয়াম
    • ইউনেরিয়াম
    • মেরিডিয়াম
  • Question of

    মারি ক্যুরির মৃত্যুর কারণ কী ছিল?

    • অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া
    • যক্ষ্মা
    • ক্যান্সার
  • Question of

    মারি ক্যুরির সমাধি কোন দেশে?

    • ফ্র্যান্স
    • পোল্যান্ড
    • অস্ট্রিয়া
  • Question of

    যুক্তরাষ্ট্রের কোন রাষ্ট্রপতি তাঁকে গবেষণার জন্য অর্থ সহায়তা দিয়েছিলেন?

    • হার্বার্ট হুভার
    • ডোয়াইট আইজেনহাওয়ার
    • ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট
  • Question of

    কোন আবিষ্কারের জন্য তাঁকে দ্বিতীয়বার নোবেল পুরস্কার দেয়া হয়েছিল?

    • দুইটি তেজস্ক্রিয় মৌল আবিষ্কার
    • তেজস্ক্রিয়তার অস্থিতিশীল অবস্থার ব্যাখা
    • রঞ্জন রশ্মি আবিষ্কার

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

চলচ্চিত্র কুইজ: টাইটানিক

চন্দ্র অভিযান কুইজ