in ,

চন্দ্র অভিযান কুইজ

চন্দ্রযান ৩ মহাকাশযানের সফল অবতরণের মধ্য দিয়ে চাঁদের পৃষ্ঠে সফলভাবে মহাকাশযান অবতরণ করাতে পেরেছে এমন দেশগুলোর একটিতে পরিণত হয়েছে ভারত। ভারতের আগেও বিভিন্ন দেশ চাঁদে বিভিন্ন আকৃতির যান পাঠিয়েছে মূলত গবেষণার উদ্দেশ্যে। চাঁদে মহাকাশযান পাঠানোর সেই গল্পগুলোর উপর কুইজার্ডসের এই কুইজ।

  • Question of

    চাঁদে সফলভাবে অবতরণকৃত ক্ষুদ্রতম মহাকাশযানটির নাম কী?

    • অমোতেনাসি (Omotenashi)
    • তানসা কি (Tnasa – ki)
    • হাকুতো (Hakuto)
  • Question of

    বিল কেসিং যেই বইতে মার্কিন যুক্তরাষ্ট্রের চন্দ্র অভিযানকে ভুয়া দাবী করেছিলেন সেটির নাম কী?

    • উই নেভার ওয়েন্ট টু দি মুন
    • হাউ নাসা ড্যুপড দি ওয়ার্ল্ড
    • দি থার্টি বিলিয়ন ডলার স্ক্যান্ডাল
  • Question of

    কোন মার্কিন প্রেসিডেন্ট ১৯৬১ সালে এক দশকের মধ্যে ‘চন্দ্র বিজয়’ করে ফিরে আসার প্রতিশ্রুতি দেন?

    • জন এফ. কেনেডি
    • হ্যারি ট্রুম্যান
    • রিচার্ড নিক্সন
  • Question of

    চাঁদে মানুষের অবতরণ নিয়ে সবচেয়ে পুরনো কল্পকাহিনীটি কে লিখেছিলেন?

    • লুসিয়ান অফ সামাসোটা
    • আর্থার সি ক্লার্ক
    • আইজ্যাক আজিমভ
  • Question of

    ভারতের মহাকাশ গবেষণা সংস্থান জনক হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে তাঁকে। তাঁর নাম কী?

    • বিক্রম সারাভাই
    • প্রগ্যান থিরুপাতি
    • অরুণ রেড্ডি
  • Question of

    চাঁদে মানুষ পাঠানোর জন্য নির্ধারিত নাসার পরবর্তী অভিযানটির নাম কী?

    • আর্টেমিস দুই
    • লুনার এক্স দুই
    • আটলান্টিস চার
  • Question of

    কোন দেশ চাঁদের মাটি দিয়ে চাঁদে বেইজ বানানোর জন্য ২০২৮ সালে চাঁদে রোবট পাঠানোর পরিকল্পনা করছে?

    • চীন
    • ভারত
    • মার্কিন যুক্তরাষ্ট্র
  • Question of

    চাঁদে মানুষ অবতরণের তৃতীয় ও প্রথম অসফল অভিযানের নাম কি ছিলো?

    • অ্যাপোলো ১৩
    • জোন্ড ১৩
    • লুনার ১৩
  • Question of

    নীচের কোন দেশের ‘স্পেস জাঙ্ক’ চাঁদের বুকে পাওয়া যায় না?

    • দক্ষিণ কোরিয়া
    • ইসরায়েল
    • ভারত
  • Question of

    ভারতের চন্দ্রযান ৩ চাঁদের কোন অংশে অবতরণ করে?

    • দক্ষিণ মেরু
    • উত্তর মেরু
    • বিষুব অঞ্চল

Written by Maliha Yasmin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

মারি ক্যুরি কুইজ

ওপেনহাইমার কুইজ