in ,

চলচ্চিত্র কুইজ: টাইটানিক

জেমস ক্যামেরনের চলচ্চিত্র টাইটানিক সর্বোচ্চ অস্কার জেতার পাশাপাশি জিতে নিয়েছিল মানুষের মনও। তাই দুই দশক পরেও মানুষ স্মরণ করে এই চলচ্চিত্রের কথা। কুইজার্ডসের চলচ্চিত্র কুইজ এই কালজয়ী চলচ্চিত্রকে নিয়ে।

  • Question of

    যে গবেষণা জাহাজটি টাইটানিকের ধ্বংসাবশেষ থেকে হীরা উদ্ধারে যায়, তার নাম কী ছিল?

    • কেলদিশ
    • আকাদেমিয়া
    • গ্রে হাউন্ড
  • Question of

    যে নীল বর্ণের হীরার খোঁজে টাইটানিকের গল্প শুরু হয়, সেটির নাম কী ছিল?

    • হার্ট অফ দি ওশান
    • হোপ ডায়মন্ড
    • হার্ট অফ রোজ
  • Question of

    টাইটানিক যুক্তরাজ্যের কোন বন্দর থেকে যাত্রা শুরু করেছিল?

    • সাউথহ্যাম্পটন
    • পোর্টসমাউথ
    • ডান্ডি
  • Question of

    ১৯৯৮ সালে টাইটানিক মোট ১১টি অস্কার পুরষ্কার জিতে কোন হলিউড চলচ্চিত্রের সাথে যৌথভাবে সর্বোচ্চ অস্কার জয়ের কৃতিত্বের অধিকারী হয়?

    • বেন হার
    • লর্ড অফ দি রিংস
    • ক্লিওপেট্রা
  • Question of

    টাইটানিক চলচ্চিত্রে একটি ঐতিহাসিক চরিত্রকে দেখানো হয়েছে যিনি পরে The Unsinkable তকমা পান। তাঁর নাম কী?

    • মার্গারেট ব্রাউন
    • মার্গারেট ফিশার
    • মার্গারেট বেটস
  • Question of

    টাইটানিক তৈরিতে যুক্তরাজ্যের কোন অংশের শ্রমিকদের অবদান ছিল সবচেয়ে বেশি? চলচ্চিত্রের একটি অংশে এর উল্লেখ আছে।

    • আয়ারল্যান্ড
    • ওয়েলশ
    • স্কটল্যান্ড
  • Question of

    টাইটানিক জাহাজটি যে প্রতিষ্ঠান পরিচালনা করছিল, তাদের পতাকা ও নাম চলচ্চিত্রে দেখানো হয়। প্রতিষ্ঠানটির নাম কী?

    • হোয়াইট স্টার লাইন
    • হারল্যান্ড অ্যান্ড উলফ
    • রয়াল ব্রিটিশ লাইন
  • Question of

    রোজের কক্ষে কোন শিল্পীর শিল্পকর্ম ছিল না?

    • ভ্যান গগ
    • পিকাসো
    • ক্লদ মনে
  • Question of

    টাইটানিকের পরিচালক জেমস ক্যামেরন কোন চলচ্চিত্র থেকে অনুপ্রেরণা নিয়ে টাইটানিকের শেষ অংশ তৈরি করেছেন?

    • আ নাইট টু রিমেম্বার
    • রোমিও জুলিয়েট
    • ইন নাইট অ্যান্ড আইস
  • Question of

    যেই জলযানে করে টাইটানিকের ধ্বংসাবশেষ উদ্ধার করার অভিযান চালানো হয়েছিল সেগুলোকে কী বলা হয়?

    • সাবমার্সিবল
    • সাবমেরিন
    • অ্যাম্ফিবিয়াস

Written by Aaqib Md Shatil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ইনফোগ্রাফিক: বাংলাদেশের ঘূর্ণিঝড়

মারি ক্যুরি কুইজ