জিনেদিন জিদান। ১৯৯৮ সালে ফ্রান্সের ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ জেতার অন্যতম প্রধান কারিগর ছিলেন তিনি। ২০০৬ সালের বিশ্বকাপ দুর্ঘটনার পর পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন। ২০১০ সালে জিদান নিজের পুরানো ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন একজন উপদেষ্টা হিসাবে। এরপর বিভিন্ন পদে কাজ করে ২০১৬ সালে মূল দলের ম্যানেজার হিসাবে দায়িত্ব পান। এক সময় ফুটবলের মাঠ কাঁপানো এ খেলোয়াড় অবশ্য নতুন ভূমিকাতেও অসাধারণত্বের পরিচয় দিয়েছেন। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের অন্যতম সেরা দলকে নিয়ে ছিনিয়ে এনেছেন একের পর এক বিজয়। সর্বশেষ ২০১৮ সালের ইউয়েফা চ্যাম্পিয়নস লীগ জেতার পর অবশ্য হুট করে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। ম্যানেজার জিদান নিয়ে থাকছে আমাদের এবারের ইনফোগ্রাফিক।
- ছবিটি সরাসরি ডাউনলোড করুন নিচ থেকে।
- মোবাইল ডিভাইস থেকে ছবিতে দেয়া তথ্যগুলো পড়তে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এখানে যান।
ম্যানেজার জিদান ইনফোগ্রাফিক: ডাউনলোড
[ddownload id=”16238″ class=”button” text=”ডাউনলোড”]
আমরা চেষ্টা করেছি ইনফোগ্রাফিকের তথ্যে কোন ভুল না রাখতে। এরপরও কোন ভুল ধরা পড়লে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। চাইলে ফেসবুকেও মেসেজ দিতে পারেন।
ডাউনলোডের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা একই ধরনের আরো কন্টেন্ট প্রকাশ করবো।