in , ,

লি সিডল ও আলফাগো: ইনফোগ্রাফিক

গো খেলা - কুইজার্ডস
Image Credit: Chad Miller/Flickr/CC BY-SA 2.0

গো (Go) পৃথিবীর প্রাচীনতম বোর্ড খেলাগুলোর একটি। চীনে উৎপত্তি হওয়া এ খেলার নিয়মগুলো বেশ সহজ। তবে সম্ভাব্য চালের সংখ্যা এত বেশি যে জয় পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়ায় যে কারো জন্য। এ কারণে গো খেলাকে এতদিন পর্যন্ত কম্পিউটার প্রোগ্রামের জন্যও জটিল হিসাবে বিবেচনা করা হতো। সাম্প্রতিক একটি টুর্নামেন্ট অবশ্য এ ভাবনাকে বদলে দিয়েছে। গো বিশ্বচ্যাম্পিয়ন লি সিডল (Lee Sedol) ও আলফাগো (AlphaGo) নামের একটি কম্পিউটার প্রোগ্রামের মধ্যে ৫ ম্যাচের এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় দক্ষিণ কোরিয়ার সিউলে।

৪-১ ব্যবধানে গো গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে গুগল ডিপমাইন্ড (Google DeepMind) কোম্পানির তৈরি করা কম্পিউটার প্রোগ্রাম। প্রযুক্তি বিশ্বে এ ঘটনাকে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য একটি বড় মাইলফলক ভাবা হচ্ছে। অনেকে মানুষের বিরুদ্ধে কম্পিউটারের উত্থান নিয়ে জল্পনা-কল্পনা শুরু করেছেন। অবশ্য বিশ্লেষকরা এখনো এ সম্ভাবনা মেনে নিতে নারাজ। নিজে থেকে বহু সিদ্ধান্ত নেবার ক্ষমতা ও হাজার বছরের গেম ডেটা ইন্সটলড থাকা সত্ত্বেও আলফাগো লি সিডলের একটি অপ্রত্যাশিত চালের কারণে হেরে যায় চতুর্থ ম্যাচে। চারপাশের পরিবেশ আর অন্য মানুষের মানসিক অবস্থার ভিত্তিতে পরিস্থিতি সামাল দেবার যে চমৎকার দক্ষতা ও বুদ্ধি মানুষের রয়েছে, কোন কম্পিউটার প্রোগ্রামের পক্ষে সেই মানবিকতা অর্জনের এখনো বহু দেরি। তবে বহু জটিল সমস্যার সমাধানে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে কারো সন্দেহ নেই।

লি সিডল ও আলফাগোকে নিয়ে আমাদের এই ইনফোগ্রাফিক। নিচের “ডাউনলোড” অপশনে ক্লিক করে ব্যক্তিগত সংগ্রহে রাখতে পারেন এটি।

লি সিডল ও আলফাগো: ইনফোগ্রাফিক - কুইজার্ডস

লি সিডল ও আলফাগো: ইনফোগ্রাফিক

[ddownload id=”12843″]

আমরা চেষ্টা করেছি ইনফগ্রাফিকের তথ্যে কোন ভুল না রাখতে। এরপরও কোন ভুল ধরা পড়লে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। চাইলে ফেসবুকেও মেসেজ দিতে পারেন।

ডাউনলোডের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা একই ধরনের আরো কন্টেন্ট প্রকাশ করবো।

What do you think?

Written by D. Dewan

নতুন কিছু জানতে পছন্দ করি।

হযবরল কুইজ: দ্বিতীয় পর্ব - কুইজার্ডস

হযবরল কুইজ: দ্বিতীয় পর্ব

ল্যুভ মিউজিয়াম: ফ্রেঞ্চ কালচারাল কুইজ - কুইজার্ডস

ফ্রেঞ্চ কালচারাল কুইজ: কুইজমাস্টার্স লাউঞ্জ