in , ,

পলিমার নোট প্রথম কোন দেশে চালু হয়: ঝটপট জানুন

পলিমার নোট: ঝটপট জানুন - কুইজার্ডস

২০০০ সালে আমাদের দেশে প্রথমবারের মতো পলিমার নোট ছাড়া হয়। ১০ টাকা মূল্যমানের ব্যাংকনোট ছিলো এটি। কাগুজে নোটের চেয়ে বেশি টেকসই ও নিরাপদ ধরা হয় পলিমার নোটকে। মূলত জালিয়াতি বন্ধ করার জন্য এ ধারণা নিয়ে আসেন একদল গবেষক। প্রথম কোন দেশে এ ধরনের নোট চালু হয়? ঝটপট জেনে ফেলা যাক!

  • ছবিটি সরাসরি ডাউনলোড করুন নিচ থেকে।
  • মোবাইল ডিভাইস থেকে ছবিতে দেয়া তথ্যগুলো পড়তে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে এখানে যান।

প্রথম পলিমার নোট: অস্ট্রেলিয়া - কুইজার্ডস

কোন দেশে?

অস্ট্রেলিয়ায়। ১৯৮৮ সালে। ২০ বছরের প্রজেক্ট ছিলো এটি।

প্রথম পলিমার নোট ছাড়ার কারণ কী?

১৯৬৬ সালে অস্ট্রেলিয়ান ডলার প্রবর্তনের এক বছরের মধ্যে ১০ ডলারের অসংখ্য জালনোট বাজারে চলে আসে। ফ্রান্সিস প্যাপওর্থ ও জেফরি মাটন এ জালিয়াতির মূল হোতা। প্রায় ৮ লক্ষ ডলারের জালনোট বের হয় তাদের মাধ্যমে।

কী ছিলো প্রথম নোটে?

প্রথম সাইডে ছিলো অস্ট্রেলিয়ায় ইউরোপিয়ানদের আগমনের ছবি। দ্বিতীয় সাইডের ছবিটি প্রথম অধিবাসীদের বসতি স্থাপনের।

এ নোটের উদ্যোক্তা ছিলেন কারা?

দ্য রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া। এ কাজে গবেষণামূলক সহায়তা দেয় সিএসআইআরও (CSIRO) নামের সংস্থা।

অন্য কোন দেশ সম্পূর্ণ পলিমার নোট ব্যবহার করে?

  • নিউ জিল্যান্ড
  • ব্রুনেই
  • পাপুয়া নিউ গিনি
  • ভিয়েতনাম
  • রোমানিয়া

ঝটপট জানুন: বিশ্বের প্রথম পলিমার নোট

আমরা চেষ্টা করেছি ইনফোগ্রাফিকের তথ্যে কোন ভুল না রাখতে। এরপরও কোন ভুল ধরা পড়লে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। চাইলে ফেসবুকেও মেসেজ দিতে পারেন।

ডাউনলোডের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা একই ধরনের আরো কন্টেন্ট প্রকাশ করবো।

[ddownload id=”12839″]

What do you think?

Written by D. Dewan

নতুন কিছু জানতে পছন্দ করি।

সিএমসি কুইজ ম্যানিয়া ২০১৬: বাংলাদেশ পর্ব - কুইজার্ডস

সিএমসি কুইজ ম্যানিয়া ২০১৬: বাংলাদেশ পর্ব

হায়াও মিয়াজাকি - কুইজার্ডস

হায়াও মিয়াজাকি: অ্যানিমেশন চলচ্চিত্র কুইজ