in , ,

লাল-সবুজের বিজয় দিবস: ইনফোগ্রাফিক

রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করে ১৯৭১ সালে। সে বছরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী বাঙালিদের উপর নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিলো। পরিকল্পিত গণহত্যা দিয়ে তারা দমিয়ে রাখতে চেয়েছিলো এ দেশের মানুষকে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় কণ্ঠে স্বাধীনতার যে ঘোষণা আসে, তা রূপ নেয় প্রতিরোধ যুদ্ধে। পাকিস্তানি সামরিক বাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর), ইস্ট পাকিস্তান পুলিশ, সামরিক বাহিনীর বাঙালি সদস্য এবং সর্বোপরি স্বাধীনতাকামী সাধারণ মানুষের প্রচেষ্টায় গড়ে ওঠা মুক্তিবাহিনী বিজয় ছিনিয়ে আনে ১৬ ডিসেম্বর। কীভাবে এলো আমাদের বিজয় দিবস – এ সম্পর্কে আজকের ইনফোগ্রাফিক থেকে সংক্ষেপে জেনে নেবো আমরা।

 

আমরা চেষ্টা করেছি ইনফোগ্রাফিকের তথ্যে কোন ভুল না রাখতে। এরপরও কোন ভুল ধরা পড়লে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো। চাইলে ফেসবুকেও মেসেজ দিতে পারেন।

ডাউনলোডের জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমরা একই ধরনের আরো কন্টেন্ট প্রকাশ করবো।

What do you think?

Written by Aaqib Md Shatil

রোমান্টিক কুইজ: দ্বিতীয় পর্ব - কুইজার্ডস (Quizards)

মন বসে না পড়ার টেবিলে: রোমান্টিক কুইজ

কফি - কুইজার্ডস (Quizards)

কফি কুইজ